অভিবাসীরা তাদের নিজ দেশে ফিরে না গেলে সমগ্র ইউরোপ ‘মুসলিম ও আফ্রিকান’ হয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা।
নোবেল জয়ী তিব্বতি ধর্মগুরু দালাই লামার দাবি ‘ইউরোপ ইউরোপীয়দের জন্য’ এবং অভিবাসীকে ফেরত পাঠানো উচিত।
তিব্বতিয় এই বৌদ্ধ ধর্মগুরু মতামত প্রকাশ করে জানান, সমগ্র ইউরোপ ,মুসলিম ও আফ্রিকান হয়ে যেতে পারে, যদি অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো না হয়।
আধ্যাত্মিক এই নেতা আন্তর্জাতিক দ্বন্দ্ব বন্ধ করতে সাহায্য করার জন্য ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছেন।
দালাই লামা দাবি করেছেন যে, যদি ইউরোপে গৃহীত শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো না হয়, তাহলে ইউরোপ ‘মুসলিম বা আফ্রিকান’ হয়ে উঠতে পারে।
বৌদ্ধ আধ্যাত্মিক নেতা, যিনি ১৯৫২ সালে তিব্বত থেকে পালিয়ে আসার পর ভারতে শরণার্থী হিসাবে বসবাস করছেন, তিনি বলেন, শুধুমাত্র ‘সীমিত সংখ্যক অভিবাসীকেই থাকতে দেওয়া উচিত।’
বিবিসি’র সাথে একটি সাক্ষাত্কারে, দালাই লামা বলেন, যাদের সাহায্যের প্রয়োজন তাদের নিতে ইউরোপ বাধ্য ছিল, কিন্তু এখন তাদের হোমল্যান্ডে ফিরে যেতে হবে।
৮৩ বছর বয়সী এই বৌদ্ধ ধর্মগুরু বলেন: ‘ইউরোপীয় দেশগুলি এই উদ্বাস্তুদের নিতে এবং তাদের শিক্ষা ও প্রশিক্ষণ দিতে হবে, এর লক্ষ্য হল নির্দিষ্ট দক্ষতার সাথে তাদের নিজস্ব দেশে ফিরে যাওয়া।’