আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচটি ছিল তার ক্যারিয়ারে ২২৬তম এবং বিদায়ী ম্যাচ। যার মধ্যদিয়ে আর কখনোই ওয়ানডে ক্রিকেটে দেখা যাবে না ইয়র্কর মাস্টারকে।
এদিকে লাসিথ মালিঙ্গার বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেস সেনসেশনের অন্যতম পেসার মোস্তাফিজুর রহমান। তিনি রোমান্থন করেছেন আইপিএল স্মৃতি। তুলে ধরেছেন এক সঙ্গে ড্রেসিংরুম শেয়ারের অভিজ্ঞতা।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে মোস্তাফিজ লিখেন, ‘তোমার সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আমি জানি তুমি কতটা ভালো পরিকল্পনাকার, প্রেরণাদায়ক এবং ভালো মানুষ। দ্বিধাহীনভাবে একজন মহান ক্রিকটারও।’
মোস্তাফিজ তার টুইটে আরো লিখেন, ‘ক্যারিয়ারে যেভাবে লড়াই করেছ তা সবাইকে প্রেরণা দিবে। একদিনের ক্রিকেটে তোমাকে মিস করবো। সবসময় স্মৃতিতে থাকবে। বিদায় কিংবদন্তী। ধন্যবাদ মালিঙ্গা।