সৌদি আরবের বাদশাহ সালমানের বড় ভাই (সৎ) প্রিন্স বন্দর বিন আব্দুলাজিজ আল সৌদ ৯৬ বছর বয়সে মারা গেছেন। রবিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।
তিনি সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতার দশম পুত্র। ক্ষমতাসীন আল সৌদি পরিবারের অন্যতম সদস্য প্রিন্স বন্দর বিন আব্দুলাজিজ আল সৌদ রাজনীতিতে সক্রিয় ছিলেন না।
প্রিন্স বন্দরের সন্তান প্রিন্স ফয়সাল বিন বন্দর রিয়াদের গভর্নর, প্রিন্স আব্দুল্লাহ জাতীয় নিরাপত্তাবাহিনীর প্রধান, খালিদ বিন বন্দর বাদশাহ সালমানের উপদেষ্টা পদে দায়িত্বরত আছেন। তার আরেক সন্তান মক্কার ডেপুটি গভর্নরের দায়িত্বে আছেন।
সূত্র: গাল্ফ নিউজ