ডেঙ্গুজ্বরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের ছাত্রী উখিনু রাখাইনের মৃত্যুর ঘটনার ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীরা রবিবার ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এসময় তারা ওই ছাত্রীর ক্ষতিপূরণ দেয়াসহ ছয় দফা দাবি জানান। অন্যতায় লাগাতার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।
জানা গেছে, রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে মৌন মিছিল নিয়ে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে ১ম বর্ষের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। তাদের দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে দ্রুত ডেঙ্গু শনাক্তকরণ যন্ত্রের ব্যবস্থা করা, ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি বিভাগ ও হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, হলের পয়নিষ্কিাষণ ব্যবস্থা নিশ্চিত করা, চিকিৎসা কেন্দ্রে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল-হাসান ঘটনা স্থলে গিয়ে তাদের দাবিগুলো প্রশাসনকে জানানোর কথা বললে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফারজানা ইসলাম, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর নুরুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর আমির হোসেন শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় ভিসি জাবিতে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকরি ব্যবস্থা নেবেন বলে প্রতিশ্রুতি দেন।
উল্লেখ্য, শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম আবর্তনের (১ম বর্ষ) ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী উখিনু রাখাইন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। এঘটনা ক্যাম্পাসে একই সঙ্গে আতংক ও শোকের ছায়া বিরাজ করছে।