পাকিস্তানের রাওয়ালপিন্ডির আবাসিক এলাকায় প্রশিক্ষণের সময় উড্ডয়নকালে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন।
মঙ্গলবার সকালে ইসলামাবাদের নিকটবর্তী শহরটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে পাঁচ জন ক্রু ও ১০ জন বেসামরিক নাগরিক রয়েছেন।
প্লেনটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভবনগুলোতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে এখনো ধোঁয়া উড়তে দেখা গেছে। ছাদের ওপর প্লেনটির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।
উদ্ধারকারী দলের এক মুখপাত্র জানান, প্লেনটি প্রশিক্ষণের সময় উড্ডয়নকালে কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতর অবস্থিত।