ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ভিসি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের ভিসি প্যানেল চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সন্ধ্য নীল দলের এক বৈঠকে ভোটাভুটির মাধ্যমে তিন জনের ভিসি প্যানেল চূড়ান্ত করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রে-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ ৪২ ভোট, ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান ৩৬ ভোট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এস এম মাকসুদ কামাল ৩০ ভোট পেয়ে মনোনীত হয়েছেন।
এছাড়া প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড নাসরীন আহমাদ ২৮ ভোট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড মীজানুর রহমান ২০ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মোট সদস্য সংখ্যা ১০৫ জন। যার মধ্যে বেশিরভাগ সদস্য নীল দলের। নীল দলের মোট ৫৪ জন ভোটারের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন। আর একটি ভোট নষ্ট হয়েছে। মোট ভোট পড়েছে ৫২টি।
অন্যদিকে শিক্ষক প্রতিনিধিদের ৩৫ জনের মধ্যে ৩৩ জন সাবেক ভিসি প্রফেসর আরেফিন সিদ্দিকের সময়ে নির্বাচিত। বাকি দুই জন বিএনপি সমর্থক সাদা দল থেকে নির্বাচিত।
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৩ এর আর্টিক্যাল ২১ (২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বুধবার, ৩১ জুলাই সিনেটের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। সিনেটের এই বিশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী আচার্যের কাছে ভিসি নিয়োগের জন্য তিন জনের একটি প্যানেল মনোনয়ন করা হবে।
এই অধিবেশনে তিন সদস্যের ভিসি প্যানেল নির্বাচিত হবেন। এই প্যানেল থেকে তিন জনের একজনকে পরবর্তী চারবছরের জন্য ভিসি হিসাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।