ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি প্যানেল নির্বাচন করেছে সিনেট। এতে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান, প্রে-িভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এসএম মাকসুদ কামাল নির্বাচিত হয়েছেন।
বুধবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আওয়ামীপন্থী এই তিন সদস্যের ভিসি প্যানেল কণ্ঠভোটে পাস হয়েছে। অধিবেশনে ৮৫ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন বলে জানা যায়।
জানা গেছে, বিএনপিপন্থী সাদা দলের সিনেটের অধিবেশন বর্জন করেছে। অপরদিকে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নীল দলের পেশ করা ভিসি প্যানেল নিয়ে মতানৈক্য না থাকায় ভোটাভুটি হয়নি।
নির্বাচিত এই প্যানেল থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি মনোনয়নের জন্য আচার্য প্রেসিডেন্ট আব্দুল হামিদের নিকট প্রেরণ করা হবে। সেখান থেকে একজনকে ভিসি পদে চার ব্ছরের জন্য নিয়োগ দিবেন তিনি।
এদিকে ভিসি প্যানেল নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের বর্জন নিশ্চিত করে সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এ বি এম ওবায়দুল ইসলাম ক্যাম্পাসলাইভকে বলেন, বলেন, আমরা সাদা দল প্রশ্নবিদ্ধ এই সিনেট অধিবেশন বর্জন করেছি।
এর কারণ প্রথমত, সিনেটের ৩৫ জন শিক্ষক-প্রতিনিধি নির্বাচনের সময় তিনটি প্যানেল হয়েছিল। নীল দল থেকে প্যানেল হয়েছিল দুটো। এর মধ্যে একটি প্যানেলকে প্রশাসন অবৈধভাবে বাদ দিয়েছিল, এটা অন্যায়। দ্বিতীয়ত, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে, বিশেষ করে ঢাকার বাইরের কেন্দ্রগুলোতে, সন্ত্রাস সৃষ্টি করে আমাদের সমর্থিত প্যানেলের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে। তৃতীয়ত, ডাকসুতে একটি কলঙ্কিত নির্বাচন হয়েছে, যার ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সন্ধ্য নীল দলের এক বৈঠকে ভোটাভুটির মাধ্যমে তিন জনের ভিসি প্যানেল চূড়ান্ত করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ সামাদ ৪২ ভোট, ভিসি প্রফেসর ড. আখতারুজ্জামান ৩৬ ভোট ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এস এম মাকসুদ কামাল ৩০ ভোট পেয়ে মনোনীত হয়েছিলেন।
এছাড়া প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড নাসরীন আহমাদ ২৮ ভোট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড মীজানুর রহমান ২০ ভোট পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৭৩ এর আর্টিক্যাল ২১ (২) ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান বুধবার সিনেটের বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। সিনেটের এই বিশেষ অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ১১(১) ধারা অনুযায়ী আচার্যের কাছে ভিসি নিয়োগের জন্য তিন জনের একটি প্যানেল মনোনয়ন করা হয়।