ভারতে সাত বছরের এক শিশু মুখে ৫২৬টি দাঁত নিয়ে ভর্তি হয়েছিলো চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজ ও হাসপাতালে। এ ঘটনা দেখে তাজ্জব হয়ে যান চিকিৎসকরা। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তারা ওইসব দাঁত তুলে ফেলেন।
স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, তিন বছর বয়স থেকেই ওই শিশুর ডান চোয়ালের নিচের দিকটা ফোলা ছিলো। কিন্তু বাবা-মা এই সমস্যাকে তেমন গুরুত্ব দেননি। বয়স যত বেড়েছে, চোয়ালের ফোলাভাব আরও বেড়েছে। মঙ্গলবার হঠাৎ করেই শিশুটির মুখে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসেন তার অভিভাবকেরা। তখন নানা ধরনের পরীক্ষা করে চিকিৎসকেরা দেখেন তার মুখে অতিরিক্ত দাঁত রয়েছে, যার কারণে এত ব্যথা হচ্ছে। বুধবার দীর্ঘ পাঁচ ঘন্টা ধরে অপারেশন চালিয়ে সবকটি দাঁত বের করে আনেন চিকিৎসকেরা।
এ সম্পর্কে ওই হাসপাতালের ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চিকিৎসক পি সেনন্থিনাথাল জানান, কমপাউন্ড কসপোসিট অনডন্টোম নামে একটি বিরল রোগে শিশুটি আক্রান্ত। এক্স রে ও সিটিস্ক্যান করার পরেই ডান চোয়ালের নিচের দিকে কতগুলি অপরিণত দাঁত দেখতে পাই। তখনই আমরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই। প্রথমে আমরা চোয়ালটিকে অবশ করি। তারপর অস্ত্রোপচার করে চোয়াল থেকে ২০০ গ্রাম ওজনের থলির মতো দেখতে বের করে আনি। আর তাতেই মিলেছে ৫২৬টি দাঁত। ছোট, বড়, মাঝারি– সমস্ত ধরণের দাঁত।
সূত্র: আজকাল