নানান কল্পনা আর জল্পনার অবসান হতে যাচ্ছে। অবশেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ব্যাপারে সায় দিয়েছেন। বলেছেন আমরা যথাযথভাবেই নির্বাচন দিতে পারবো।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশের সভাপতি অধ্যাপক আবদুুল মান্নান চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রের ৮(ঙ) ধারা অনুযায়ী অধ্যাপক মান্নান চৌধুরীকে নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার বাকি দু’জন সহকারি নির্বাচন কমিশনার বাছাই করবেন বলেও জানানো হয় এতে।
অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী বলেন, জাকসুর প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এছাড়া এ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয়। আমি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমি সাধ্যমত ভাল কাজ করবো।
এ বিষয়ে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তিনি বলেন আমরা সব ধরনের শঙ্কা আর সমস্যা সামনে রেখেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।