সদ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিউই সর্বকালের সেরা স্পিনার ও সেরা অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি। আর তার পর পরই পেলেন দেশের হয়ে অনন্য এক সম্মাননা। সাবেক এই অলরাউন্ডারের জার্সি নাম্বারকে চিরতরে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
কারণ দেশের কিংবদন্তি খেলোয়াড়দের সম্মান জানাতেই জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত হয়। যাতে করে এই জার্সি নাম্বার নতুন করে কারও গায়ে না ওঠে।
এদিকে তার খেলোয়াড়ি জীবনে ড্যানিয়েল ভেট্টোরির জার্সি নাম্বার ছিল ১১। আজ সোমবার নিউজিল্যান্ড ব্ল্যাক ক্যাপস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট করে এই জার্সিকে অবসরে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।
এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, দেশের হয়ে যে সব খেলোয়াড় ২০০টি ওয়ানডেতে প্রতিনিধিত্ব করবেন তাদের জার্সি নাম্বার অবসরে পাঠানো হবে। ভেট্টোরি দেশের হয়ে সবচেয়ে বেশি ২৯১টি ওয়ানডে খেলেছেন।