ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের একটি ফেসবুক স্ট্যাটাসে মন্তব্য করেছেন ডাকসু’র জিএস ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। যা নিয়ে তাদের অনুসারীরা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন।
জানা গেছে, গত কয়েকদিন আগে ভিপি নুর তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেন, ‘‘হামলা-মামলা, মৃত্যুর ভয় নুর করে না। এসব হুমকি দিয়ে লাভ নেই। যে কয়দিন বাঁচবো বীরের মতো মাথা উঁচু করেই চলব। কারো ভয়ে পিছু হটা ছেলে নুর নয়। প্রয়োজনে সামনে থেকে রক্ত ঝরাবো, তবে শেষ দেখে ছাড়বো। ভয় করলে সেই ১৮ সালের ৩০ শে জুনই থেমে যেতাম। জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মানুষের অধিকার আদায়ে প্রতিবাদ-প্রতিরোধ, সংগ্রাম চলবে এবং সেটা এ দেশে থেকেই। পরিশেষে বলবো, যত বার হত্যা করো, জন্মাবো আবার দারুণ সূর্য হবো লিখবো নতুন ইতিহাস।"
গোলাম রাব্বানী এই স্ট্যাটাসে তার প্রথম মন্তব্যে লিখেন, ‘আমার ভিপিকে আবার কে হুমকি দিলো! কার এত সাহস? ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দে, আবার তালা লাগা।’ নুরের স্ট্যাটাসে গোলাম রাব্বানীর এমন মন্তব্যের পর দু'জনের অনুসারীদের মধ্যে শুরু হয় বাক-বিতণ্ডা।