গত ২৬ ও ২৭ জুলাই অনুষ্ঠিত হলো ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা। ১ লাখ ৫২ হাজার প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে স্কুল পর্যায়ে সাড়ে ৫৫ হাজার, স্কুল পর্যায়ে দুইয়ে ৪ হাজার এবং কলেজ পর্যায়ে ৯২ হাজার প্রার্থী অংশগ্রহণ করেন।
বর্তমানে তারা অপেক্ষা করছেন ১৫তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের।
এনটিআরসিএ সূত্র জানায় আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ১৫তম নিবন্ধনের ফলাফল প্রকাশ করা হতে পারে। তবে ওই সময়ের মধ্যে ফলাফর প্রস্তু না হলে অক্টোবরের প্রথম সপ্তাহে ১৫তম নিবন্ধনের ফলাফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে নিবন্ধন পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো হয়েছে।
এনটিআরসিএর এক উর্ধ্বতম কর্মকর্তা জানান, অক্টোবার মাসের শেষ ভাগে বা নভেম্বরের শুরুতে ১৫তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হবে।
উল্লেখ্য এই মুহূর্তে ১৬তম নিবন্ধন পরীক্ষা নিয়ে ব্যস্ত এনটিআরসিএ। ১৬তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। জানা গেছে, আগামী ৩০ আগস্ট শুক্রবার সকাল ১০টা থেকে ১১টায় স্কুল ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।