সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের প্রথম বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়ার পথে তাইজুল ইসলাম। ইতোমধ্যে ২৪ টেস্টে ৯৯ উইকেট শিকার করেছেন জাতীয় দলের এই অফ স্পিনার। দ্রুততম ১০০ উইকেট শিকারের মালিক হতে তার প্রয়োজন আর মাত্র ১ উইকেট।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে তাইজুলের প্রয়োজন মাত্র ১ উইকেট। ক্যারিয়ারের ২৫তম টেস্টেই এই রেকর্ড গড়ার পথে তাইজুল। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে এই মাইলফলক স্পর্শ করতে পারেন তাইজুল।
সাকিবকে ছাড়িয়ে মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল বলেন, আসলে খেলার সময় এসব রেকর্ডের বিষয় মাথায় থাকে না। যখন মাঠে নামি এক উইকেটের জন্য নামি না। নামলে ৫-৬ উইকেট পেতেই নামি। এক উইকেট নিয়ে চিন্তা করছি না। কপালে থাকলে হবে। আমি চিন্তা করছি ভালো বোলিং করে দলকে কীভাবে সহায়তা করা যায়।