ভারতে জম্বু-কাশ্মির ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই আলোচনায় মুখর বিশ্ব। এর মধ্যে গত ৫ আগস্ট কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করে সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বিলুপ্ত করেছে মোদি সরকার।
এমন ইস্যুতে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ খান আফ্রিদী। মোদি সরকারের এমন আচরনকে বর্বোরচিত বলে এক টুইট বার্তায় উল্লেখ করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।
আফ্রিদী তার টুইটে লিখেন, সংঘর্ষপূর্ণ অঞ্চলে সহিংসতা ও নির্মমতা থামাতে জাতিসংঘের কাছে আমরা আরও বেশি প্রত্যাশা করি। বেশির ভাগ ভারতীয় নরেন্দ্র মোদির বর্বরোচিত আচরণ সমর্থন করে না। দীর্ঘস্থায়ী শান্তির সেতুবন্ধ গড়ার সময় এখনই। এই অমানবিকতা চিরতরে বন্ধ করা উচিত।’
আরেক টুইট বার্তায় এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরব ভুমিকার সমালোচনা করে আফ্রিদি লিখেন, “জাতিসংঘের সনদ অনুযায়ী কাশ্মীরিদের তাদের প্রাপ্য অধিকারটুকু পাওয়া উচিত, আমাদের সবার মতো স্বাধীনতা তাদেরও প্রাপ্য। এখনও জাতিসংঘ চুপ কেন? বিনা প্ররোচনায় এই আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধ সকলে মনে রাখবে।”