ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবি উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।
বক্তরা বলেন, এসএম হল বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য পুত্র শেখ কামালের স্মৃতিবিজড়িত হল।বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ছিলেন। শেখ কামালও এ হলের শিক্ষার্থী ছিলেন। তাই এসএম হলের অডিটোরিয়ামকে শেখ কামালের নামে নামকরণ করা উচিত। এসময় বক্তরা ওয়ার্ল্ড হেরিটেজের চক্রে পড়ে এসএম হলের শিক্ষার্থীদের বারান্দায় থাকতে হয় উল্লেখ করে নতুন ভবন নির্মাণের দাবি জানান।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, আগস্ট মাসের প্রতিটি দিনই শোকের, বেদনার।বঙ্গবন্ধু হলেন চিরঞ্জীব। তিনি চিরঞ্জীব বলেই আজকে ৪৫ বছর পরও এসএম হলের শিক্ষার্থীরা তাকে স্মরণ করছে, ভবিষ্যতেও স্মরণ করবে। সুতরাং তাঁর স্মৃতি চিরদিন থাকবে। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর আদর্শকে হত্যা করা যায় না।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ'৭১ এর যুগ্ম-মহাসচিব মুক্তিযুদ্ধা প্রফেসর আবুল কালাম আজাদ পাটওয়ারী। এতে তিনি বলেন, জাতির পিতার সাথে যারা জিয়াকে তুলনা করে, তারা হলো পাগল। জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন না। তিনি ছিলেন জেড ফোর্সের ব্রিগেডিয়ার। সুতরাং জিয়াকে কেউ সেক্টর কমান্ডার বলবেন না।
তিনি এসএম হলের ঐতিহ্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু ও শেখ কামালের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এসএম হলে তাঁদের ভাস্কর্য নির্মাণ এখন সময়ের দাবি। এসএম হল থেকে অনেক মেধাবী ও তুখোড় ছাত্রনেতা তৈরি হয়েছিল। সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান, শেখ ফজলুল হক মণি তাদের মধ্যে অন্যতম।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, এসএম হল বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য পুত্র শেখ কামালের স্মৃতিবিজড়িত হল। আজকে যে ভাস্কর্য নির্মাণের দাবি উঠেছে, আমি তা বাস্তবায়ন করতে সর্বোচ্চ চেষ্টা করবো। সেপ্টেম্বরের মধ্যেই আমি বিষয়টি নিয়ে কয়েকজনের সাথে কথা বলে জানিয়ে দিবো।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এসএম হল ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেলের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, এসএম হল ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, এসএম হলের ভিপি এমএম কামাল উদ্দিন, জিএস জুলিয়াস সিজার তালুকদার ও এজিএস নওশের আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও এসএম হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান তাপস।