ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৭ রানের বিশাল টার্গেটের সামনে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। সেই ম্যাচেই অসাধারণ এক সেঞ্চুরি করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের সেঞ্চুরিও পারেনি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ী করতে। সেই ম্যাচে মাহমুদুল্লাহর শ্লথ ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলো অনেকেই। মাহমুদুল্লাহর এমন ব্যাটিংয়ে সাকিব নাকি যারপরনাই বিরক্ত ছিলেন। দল থেকেও বাদ দিতে বলেছিলেন মাহমুদুল্লাহকে।
ইংল্যান্ডের বিপক্ষে সাকিব নাকি রিয়াদকে বলেছিলেন, পাওয়ার হিটিং ব্যাটিং করতে। কিন্তু রিয়াদ টেস্টের মেজাজে স্লো মোশনে ব্যাটিং করেন। তার ব্যাটিংয়ে বিরক্ত হয়ে ড্রেসিংরুমে ফিরে সাকিব অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বলেছিলেন, পরের ম্যাচে যেন মাহমুদউল্লাহকে বসিয়ে রাখা হয়।
হজ থেকে ফেরার পরে দেশের শীর্ষস্থানীয় একটি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমন এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এখানে লুকোচুরির কিছু নেই। যে এই বিষয়টা বলেছে বা এই সংবাদ করেছে, তিনি কাজটা ঠিক করেননি। বিশ্বকাপের সময় সাইফউদ্দিনকে নিয়ে একটা সংবাদ ছাপা হলো। ও নাকি বড় দলের বিপক্ষে ভয়ে খেলে না। এসব খবর কি দলের জন্য ভালো? দলে যারা ছিল তারা জানে এই নিউজ কে করিয়েছে। সাইফউদ্দিন কি খেলেনি? একটা দলকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য এসবই যথেষ্ট।’ কোনো সাংবাদিক যখন এ রকম তথ্য পাবেন, তিনি তো লিখবেনই...
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আরো বলেন, ‘আমি সাংবাদিকের দোষ দিচ্ছি না। ভেতর থেকে তথ্যটা যে গেছে, সেটা খারাপ। আপনি জানবেন কখন? যখন আমি বলব, যখন আমাদের কেউ বলবে, তখনই জানবেন। ভেতর থেকে যখন এসব খবর বাইরে যাবে, দলের ভালো করার সম্ভাবনা থাকলেও সেটা ওই সময় কমে যাবে। যেটা আমাদের ফলাফলেও প্রভাব ফেলেছে।’
বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আরও বলেন, ‘আমি ও রকম কিছু বলিনি। আর যদি বলেও থাকি, সেটা যে বাইরে এল, এর দায় কে নেবে? আমাদের ভেতরে আলাপ-আলোচনা হতেই পারে। সেখানে বিদেশি কোচদের বাইরে এক-দুজনই থাকে যারা দলের নীতিনির্ধারণী বিষয়ে সম্পৃক্ত। নিশ্চয়ই তাদের থেকেই এটা বের হয়েছে। সেটা কে? বিষয়টা খুবই খারাপ। তারা হয় দলের ভালো চায় না, অথবা ওই খেলোয়াড়ের ভালো চায় না।’
বাংলাদেশ দলের অধিনায়ক আরো বলেন, ‘একজন চোটে পড়ায় আরেকজন খেলছে, তার সামনে যদি আপনি বলেন, ইশ্, আজ অমুক থাকলে ভালো হতো, ওই খেলোয়াড় কি জীবনে ভালো খেলবে! এগুলো যখন হয়, তখন দলের পক্ষে ভালো কিছু করা সম্ভব হয় না। এই দল যে বিশ্বকাপে ভালো কিছু করবে না, আমি সেই দিনই বুঝে গেছি।’