আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি আর কড়া নিরাপত্তার মধ্যে স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত হয় এনআরসির চূড়ান্ত তালিকা। এতে নাম উঠেছে মোট ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের।
এনআরসি থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছে ১১ লাখেরও বেশি হিন্দু বাঙালি। ছয় লাখের কিছু বেশি মুসলমান। বাকি দুই লাখের মধ্যে রয়েছে বিহারী, নেপালী, লেপচা প্রভৃতি।
এদিকে এনআরসি থেকে যাদের নাম বাদ পড়েছে, তাদের এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আগামী ১২০ দিনের মধ্যে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন বাদ পড়ারা। তাছাড়া ট্রাইব্যুনালের আবেদন বিফলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তি হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টেও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।