আগামী বৃহস্পতিবার একমাত্র টেস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন আফগানদের নতুন অধিনায়ক রশিদ খান। তিনি এক ধরনের হুমকি দিয়ে রাখলেন তিনি।
রশিদ খান বলেন, আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যেন শান্ত থাকতে পারি, ধৈর্য ধরে রাখতে পারি। যদি মাথা ঠাণ্ডা রেখে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি, তা হলে তাদের বিপক্ষে অবশ্যই জেতা সম্ভব।
আফগান অধিনায়কের মতে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- তিন বিভাগে ধৈর্য ধরে ঠাণ্ডা মাথায় খেলতে পারলে বাংলাদেশকে হারানো অসম্ভব নয়।
গত বছর ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আফগানদের। প্রথম ম্যাচে ইনিংস ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে ক্রিকেটের অভিজাত সংস্করণে আরেক নবীন দল আয়ারল্যান্ডকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারান তারা। বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৃতীয় টেস্ট খেলতে নামবেন রশিদ বাহিনী।
রশিদ বলেন, আমরা যদি আমাদের স্নায়ু ধরে রাখতে পারি, নিজেদের সংযত রাখতে পারি, তা হলে জয় অসম্ভব কিছু না। কঠিন সময়ে মাঠে লড়াই করা এবং নিজেদের ওপর বিশ্বাস রাখা, এসবই একটি দলকে জয় পাইয়ে দেয়। আমাদের দক্ষতা সম্পর্কে আমরা অবগত।