জাপানের রাজধানী টোকিওর পার্শ্ববর্তী এক রেল ক্রসিংয়ে চলন্ত ট্রেন ও ট্রাকের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন গুরুতর আহত হন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে, ওই দুর্ঘটনায় হয়তো ট্রাক চালক ট্রেনের নিচে চাপা পড়েছেন। কিভাবে ওই দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি।
টেলিভিশনে প্রকাশিত সংবাদে দেখা গেছে, ট্রেনের সামনের অংশ হেলে পড়েছে এবং এর পেছনের বগিগুলো লাইনচ্যুত হয়ে গেছে।
জাপানে এ ধরনের দুর্ঘটনা খুবই বিরল। নিরাপত্তা এবং নিয়মানুবর্তিার জন্য সেখানকার ট্রেন সেবার বেশ সুনাম রয়েছে।