আয়ারল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ায় ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দান্দিতে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাঘিনীরা।
টস হেরে প্রথমে ফিল্ডিং পায় বাঘিনীরা। তবে বোলিংয়ে নেমে আইরিশ মেয়েদের সুবিধা করতে দেননি বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত ২০ ওভার খেলে ৮৫ রানে করতে সক্ষম হয় আয়ারল্যান্ড।
দুই অংকের ঘর ছুঁতে পেরেছেন কেবল দুজন-অধিনায়ক লরা ডেলানি (২৫) আর এইমার রিচার্ডসন (২৫)। প্রেনডারগাস্ট করেন ১০ রান। বাকিরা দুই অংকও ছুঁতে পারেননি।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফাহিমা খাতুন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় তিনি তুলে নেন ৩টি উইকেট। লক্ষ্য ৮৬ রানের। অবশ্য আইরিশ বোলারদের তোপে পড়েছিল বাংলাদেশও। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হারের শঙ্কায়ও পড়েছিল টাইগ্রেসরা।
তবে সানজিদা ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংসের ৯ বল বাকি থাকতেই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ৩৭ বলে ৩ বাউন্ডারিতে ৩২ রানে অপরাজিত থাকেন সানজিদা। এছাড়া রিতু মনি ১৫ আর ওপেনার মুরশিদা খাতুন করেন ১৩ রান।