পাকিস্তানের ‘স্পিন জাদুকর’ খ্যাত লেগ স্পিনার আব্দুল কাদির (৬৩) মারা গেছেন। শুক্রবার রাতে পাকিস্তানের লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন এ কিংবদন্তি বোলার।
কাদিরের মৃত্যুর পর এক টুইটে গভীর শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আশির দশকে ক্রিকেটে লেগ স্পিন ছিল সবচেয়ে বড় রহস্য। আর সে রহস্যে বিশ্ব কাঁপিয়েছিলেন কাদির। শেন ওয়ার্ন, মুশতাক আহমেদের গুরু বলা হয় কাদিরকে। ১৯৮৭ সালে লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫৬ রানে ৯ উইকেট তার ক্যারিয়ার বেস্ট।
লাহোরে জন্ম নেওয়া আব্দুল কাদির ১৯৭৭-১৯৯০ সাল পর্যন্ত ৬৭ টেস্ট ম্যাচ খেলে নিয়েছেন ২৩৬ উইকেট। আর ১০৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তার উইকেট ১৩২টি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক, কাদিরের টিম-মেট পেসার ওয়াসিম আকরাম টুইটে লিখেছেন, অনেক কারণে তাকে জাদুকর বলে ডাকা হতো। কিন্তু যখন তিনি আমার চোখের দিকে তাকাতেন এবং বলতেন আমি পাকিস্তানের হয়ে আগামী ২০ বছর খেলতে চাই, আমি তাকে বিশ্বাস করতাম।
‘আসলেই তিনি একজন জাদুকর। একজন লেগ স্পিনার এবং প্রদর্শক তার সময়ের। কাদিরকে সবাই মিস করতে পারেন, তবে কখনও ভুলতে পারবেন না।’
নিজের বিশেষ বোলিং স্টাইলের জন্য ‘ডান্সিং বোলার’ নামে সেসময় ২২ গজে জনপ্রিয় ছিলেন আবদুল কাদির।