বিমানে হঠাৎ করেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। রোববার ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার পথে বিমানের মধ্যেই ঘটনাটি ঘটে।
একজন কর্মকর্তা জানিয়েছেন, মাঝ আকাশে স্পাইসজেটের ৬২৩ বিমানে শ্বাসকষ্ট শুরু হয় ৪৮ বছর বয়সী অশোক কুমার শর্মার। সঙ্গে সঙ্গে বিমানটি ভুবনেশ্বরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এরপর বিমান অবতরণের পর তড়িঘড়ি করে ওই যাত্রীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রথ তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই যাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান থেকে নামিয়ে দ্রুত ওই যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। তারপর গন্তব্যে উড়াল দেয় তাদের সেই ফ্লাইটটি। এটি নয়াদিল্লি থেকে উড্ডয়ন করার আধাঘণ্টা পর ওই যাত্রী অসুস্থ হন।