চট্টগ্রামে টেস্ট ক্রিকেটের নবীনতম দল আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে ২২৪ রানে হেরেছে টাইগাররা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগারদের নিয়ে সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে টাইগারদের টেস্ট খেলার ধৈর্য্য নিয়ে, বিশেষ করে সৌম্য সরকার ও লিটন দাসের মতো বিগ হিটারদের টেস্টে রাখা নিয়ে।
এ বিষয়ে এবার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার দুপুরে মিরপুরে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বিসিবি প্রধান বলেন, ''সৌম্য, লিটন টেস্টের জন্য না, তামিম নাই, ইমরুল বাচ্চার অসুস্থতার জন্য ছুটিতে গেছে তাই ওরা খেলেছে, এখন পরিস্থিতি বুঝতে হবে"।
আফগানদের বিরুদ্ধে হার দুঃখজনক হলেও নাজমুল হাসান পাপন আশাবাদী এখান থেকে ঘুরে দাঁড়াবে টাইগাররা। তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হার দুঃখজনক। তবে এই ব্যর্থতা সাময়িক, দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।