দিল্লিতে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিরাট-আনুশকা দম্পতি। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির স্মরণে দিল্লিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রকাশ্যেই বিরাট কোহলির হাতে চুম্বন করেন অনুশকা শর্মা। বিরাট-অনুশকার সেই ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে নীল রঙের শাড়িতে অনুশকা হয়ে ওঠেন মধ্যমণি। এ সময় টুকটাক কথা বলতে দেখা যায় স্বামী-স্ত্রীকে। আচমকাই বিরাটের হাত ধরে আলতো চুম্বন করেন অনুশকা।
বিরাট কোহলির একটি ফ্যান পেজ থেকে ভিডিওটি প্রথমে শেয়ার করা হয়। ভারতের ‘পাওয়ার কাপল’-এর ওই ভিডিও শেয়ার করার কয়েক মুহূর্তের পরই কয়েক লক্ষ ভিউ হয়।
সম্প্রতি ক্যারিবিয়ান সফর শেষে মিয়ামিতে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বিরাট-অনুশকা। বিমানবন্দরে দু’জনকেই কালো রঙের পোশাকে দেখা যায়। মিয়ামিতে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর সেখানকার বেশ কয়েকটি টুকরো টুকরো ছবি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন বিরাট-অনুশকা। যেখানে কোথাও অনুশকাকে বিকিনি পরে জলে নামতে দেখা যায়। আবার কোথাও অনুশকার কোলে মাথা রেখে ছবি তুলতে দেখা যায় বিরাটকে।