অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান স্বীকার করলেন ভারতের সঙ্গে যুদ্ধ হলে হারতে পারে পাকিস্তান।
রোববার (১৫ সেপ্টেম্বর) পাক রাজধানী ইসলামাবাদে বসে ইমরান খান স্বীকার করে নিলেন ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি৷ একাধিক বার ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি আর হুঁশিয়ারি দেওয়ার পর, আচমকা এই বোধোদয় দেখে বেশ কিছুটা অবাক আন্তর্জাতিক মহল৷ -খবর কলকাতা২৪
ইমরান বলেন, তিনি শান্তিপ্রিয় মানুষ৷ বরাবর যুদ্ধের গুরুত্বর বিরোধী৷ তাঁর দেশ কখনই প্রথমে পরমাণু যুদ্ধ শুরু করবে না বলেও এদিন জানান পাক প্রধানমন্ত্রী৷ যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি৷
তাঁর দাবি, যুদ্ধ একটা সমস্যা থেকে আরেকটা সমস্যার জন্ম দেয়৷ ভিয়েতনামের ক্ষেত্রেও তাই দেখা গিয়েছে৷ তাই ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷
ইমরান খানের স্বীকারোক্তি, ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে যুদ্ধ বাঁধলে, তা গড়াবে পরমাণু যুদ্ধের ভয়াবহতায়৷ তবে পাকিস্তানের সামনে দুটো রাস্তা খোলা থাকবে৷ এক, আত্মসমর্পণ করা, দুই, স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া৷ পাকিস্তানিরা দ্বিতীয় পথটাই বেছে নেবে৷
মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ভারতীয় সেনা যেভাবে হিংসা ছড়াতে চাইছে তাতে কোন সাফল্য আসবে না। ভারত এবার সবকিছুর সোজাসাপটা উত্তর পাবে।