প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কারণে দেশের আইসিটি সেক্টর দ্রুত সম্প্রসারিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি অডিটরিয়ামে আয়োজিত 'পরিচয়' সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তির অনানুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশের আইসিটি সেক্টর প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। দেশের মানুষ আইসিটির উন্নয়নের ফল ভোগ করছে গত ১০ বছর।
উন্নয়ন অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, পরিচয়ের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তির ফলে ব্যাংকিং সেক্টরে ডিজিটালাইজেশনের নতুন দিগন্ত উন্মোচিত হলো।