দীর্ঘ এগারো বছরের সংসার তাদের। শোবিজ অঙ্গনে বেশ মিষ্টি জুটি হিসেবেই পরিচিত ছিল তারা। কিন্তু হুট করেই আলাদা থাকার সিদ্ধান্ত নেন মিষ্টি সেই জুটি। বলছি তাহসান ও মিথিলার কথা। আলাদা হওয়ার বেশ বেশ অনেক দিন কেটে গেল। তবে সম্প্রতি তাদের একমাত্র মেয়ে আয়রাকে নিয়ে ফের এক সঙ্গে অবকাশ যাপন করছেন যুক্তরাষ্ট্রে। তাদের দুজনের ইনস্টাগ্রামে মিলেছে তারই প্রমাণ। তাহসান ও মিথিলা দুজন পৃথকভাবে নিজের ও মেয়ের ছবি প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে।
একমাত্র মেয়ের মনে যেন বাবা–মায়ের বিচ্ছেদের প্রভাব না পড়ে সেজন্য তাদের এই যুক্তরাষ্ট্র সফর। তাদের প্রকাশ করা অধিকাংশ ছবিতে মেয়েকে দেখে এমনটা আন্দাজ করা যায়।
তাদের ছবি দেখে ভক্তদের মনে জেগে উঠছে নানা প্রশ্ন। কেউ কেউ ধারণা করছেন, হয়তো তাহসান ও মিথিলা দূরত্ব কমবে। বন্ধু হয়ে একে অপরকে শ্রদ্ধা ও সম্মানের জায়গায় রেখে এগিয়ে যাবেন সামনের পথ। যেখানে তাদের মেয়ে থাকবে প্রভাবক হিসেবে।