সেলফির কারণে এক ব্যক্তির মাথা থেকে অন্য ব্যক্তির মাথায় দ্রুত উকুন ছড়াচ্ছে। মানুষ একত্রে কাজ করার সময় ফোন ব্যবহার করে সেলফি তোলার সময় একজনের মাথা থেকে অন্যজনের মাথায় উকুন আসা-যাওয়া করে। সম্প্রতি এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ‘লুসফ্রি নরজ’ নামক এক সংস্থার গবেষণায়।
গবেষক সংস্থার গবেষক অ্যান লুইস লাইকফস সংবাদিকদের জানান, বর্তমানে মানুষ সেলফিতে আসক্ত। এতে করে দু’জন বা কয়েকজন মিলে এক সঙ্গে ছবি তুলে থাকে। এর ফলে এক জনের মাথায় থাকা উকুন আরেক জনের শরীরে ছড়িয়ে পড়ে। ছেলে-মেয়েরা যখন এক সঙ্গে বসে গেম খেলে তখন উকুন এক জনের মাথা থেকে আরেক জনের মাথায় ঝাঁপিয়ে পড়ে। ‘লুসফ্রি নরজ’ পরজীবীর বিস্তার রোধ করতে কাজ করে যাওয়া সংস্থাটি মাথায় বা চুলে উকুনের পরিমাণ দ্রুত বৃদ্ধির এ কারণ তুলে ধরে।
গবেষণায় জানানো হয়, ছেলেদের তুলনায় মেয়েদের মাথায় সবচেয়ে বেশি উকুন থাকে। ছেলেদের তুলনায় মেয়েদের মাথায় লম্বা চুল থাকে। এই জন্য উকুন অতি সহজে লুকিয়ে থাকতে পারে। সেই সঙ্গে আশে পাশে ছড়িয়ে পড়তে পারে।