নানা নাটকীয়তায় মোড় নেওয়া শ্রীলঙ্কার পাকিস্তান সফর এখন চূড়ান্ত। নিরাপত্তা ইস্যুতে চলতি মাসের শেষদিকে লঙ্কানদের পাকিস্তান সফর নিয়ে শুরু হয় নানা বিতর্ক, দেশের শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থা পাকিস্তান সফরকে নিরাপদ মনে করেনি। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্চপর্যায়ের সবুজ সংকেতের পরই নির্ধারিত সময়েই পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা জানিয়েছেন লঙ্কা বোর্ডের সেক্রেটারি জোন ডি মেল।
কদিন আগে শ্রীলঙ্কার নিরাপত্তা সংস্থাগুলো জানায় পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে হতে পারে অনাকাঙ্ক্ষিত কিছু। এরপরই পূর্বনির্ধারিত সফর নিয়ে কিছুটা শঙ্কায় পড়ে লঙ্কানরা। পাকিস্তান সফরে যায় ডি মেল সহ লঙ্কা বোর্ডের নিরাপত্তা কমিটি। পাকিস্তান সফর শেষে শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইতিবাচক সংকেতের পর নিশ্চিত হল সফর।
এ প্রসঙ্গে বলতে গিয়ে ডি মেল বলেন,’ আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেত পেয়েছি। পরিকল্পনা মোতাবেকই সফর এগুবে। আমি সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারাও সফরে দলের সঙ্গী হবে। পাকিস্তানও আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বেশ সচেষ্ট। ‘
এর আগে সূচী অনুযায়ী চলতি মাসের শেষদিকে পাকিস্তান সফরে যেতে আপত্তি জানিয়েছে শ্রীলঙ্কার সিনিয়র ক্রিকেটাররা। বোর্ডের সাথে নিরাপত্তা ইস্যুতে এক বৈঠকের পরই ১০ ক্রিকেটার আসন্ন সিরিজটি থেকে নিজেদের নাম সরিয়ে নেয়, যাদের মধ্যে আছেন ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক দিমুথ করুণারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তাদের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন যথাক্রমে লাহিরু থিরিমান্নে ও দাসুন শানাকা।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিম বাসে ঘটা ঘটনার পর থেকেই অনেকটা নির্বাসিত দেশটি। আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো বহু চেষ্টা, তদবির চলছে অনেকদিন ধরেই। পাকিস্তান সুপার লিগের ম্যাচ আয়োজনসহ ইতোমধ্যে দেশটিতে খেলে এসেছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাও। যদিও প্রতিটি সফরই ছিল খুবই স্বল্প দৈর্ঘ্যের।
উল্লেখ্য, তিনটি একদিনের ম্যাচ ২৭ সেপ্টেম্বর, ২৯ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর করাচিতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৫, ৭ ও ৯ অক্টোবর লাহোরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি।
শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডঃ
লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিষ্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শিহান জয়সুরিয়া, দাসুন শানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাক্সান সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
টি-টোয়েন্টি স্কোয়াডঃ
দাসুন শানাকা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাবিক্রমা, আভিষ্কা ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, শিহান জয়সুরিয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপাকশে, মিনোদ ভানুকা, লাহিরু মাদুশাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাক্সান সান্দাকান, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।