আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের এক হাসপাতালে ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। হতাহতদের অধিকাংশই রোগী ও চিকিৎসক।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এই হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ওই হাসপাতালের বাইরে একটি ট্রাক বোঝাই বিস্ফোরক নিয়ে হামলা চালানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কালাত শহরে চালানো ওই হামলার ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই চিকিৎসক এবং ওই হাসপাতালের চিকিৎসাধীন রোগী ছিলেন। তালেবানের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, তারা ওই হাসপাতালের পাশে অবস্থিত একটি সরকারি গোয়েন্দা কার্যালয়ে হামলা চালিয়েছে।
দেশটিতে জাতীয় নির্বাচনের প্রচারণা চলছে। একই সঙ্গে কিছুদিন আগেই তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। প্রায় দু'সপ্তাহ আগে তালেবানের হামলায় এক মার্কিন সেনাসহ ১২ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই শান্তি আলোচনা বাতিল করেন ট্রাম্প।
গত ৮ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিডে আলোচনার জন্য তালেবানের শীর্ষ নেতা এবং আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তালেবান এর মধ্যেও আফগানিস্তানে হামলা চালানোয় ওই বৈঠক বাতিল হয়ে গেছে।