মদ পান করে অনেকটা বেসামাল বাইক চালাচ্ছিলেন যুবক। পেছনে ছিলেন তারই বান্ধবী। বেসামাল বাইক চালনায় তাদেরকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়। কিন্তু তার পর অতবাক হয়ে যান পুলিশ সদস্য।
যুক্তরাষ্ট্রের ফ্লরিডার এ ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পুলিশ সদস্য। পুলিশের দাবি, আটক যুগলকে গাড়ির পেছনের সিটে বসানো হয়। কিন্তু সেখানেই মদ্যপ অবস্থায় অবাধ যৌনতায় লিপ্ত হন তারা।
ফ্লরিডার নাসাউ প্রদেশের সাউথ ফ্লেটসের এলাকার পুলিশ জানিয়েছে, গভীর রাতে লাগামছাড়া গতিতে বাইক ছোটাচ্ছিল ৩১ বছরের অ্যারন থমাসের। পেছনে ছিল সঙ্গিনী ৩৫ বছরের মেগান মনদারনো।
আটকের পর দেখা যায় তারা মাত্রাতিরিক্ত নেশায় ডুবে রয়েছে। ফলে তাদের পুলিশের গাড়িতে তোলা হয়৷
এক পুলিশ কর্মকর্তা বলেন, ওদের গাড়িতে তোলার পর কিছু ক্ষণ পরে অদ্ভুত আওয়াজ পেয়ে পিছনের দরজা খুলে দেখি গাড়ির ভেতরেই অবাধ যৌনতায় মেতে থমাস ও মনদারনো৷ নগ্ন অবস্থায় ছিল তারা।