রাজধানী ঢাকায় অন্তত ৬০টি ক্যাসিনো চলছিল। তবে র্যাবের অভিযানের পর থেকে গা ঢাকা দিয়েছেন এর হর্তকর্তারা। খেলার ছলে মন মজাতে ক্যাসিনোতে আর ভিড় দেখা যাচ্ছে না।
রাজধানী ঢাকার এই ক্যাসিনোগুলোর সঙ্গে নেপালি জুয়াড়িরা জড়িত রয়েছে। আবার অনেকে থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যান ক্যাসিনোর রঙিন আলোয় টাকা ওড়াতে।
থাইল্যান্ড, সিঙ্গাপুর ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে জৌলুস নানা ক্যাসিনো রয়েছে। সময় নিউজের পাঠকের জন্য বিশ্বের নামকরা ১০টি ক্যাসিনোর তথ্য তুলে ধরা হলো।
বেল্লাজিও:
বিশ্বের ক্যাসিনোর তালিকায় এক নম্বরের রয়েছে যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অবস্থিত বেল্লাজিও। আভিজাত্য, প্রাচুর্য আর নান্দনিক অবস্থানে নিজেকে সবার থেকে আলাদা আসনে অধিষ্ঠিত করেছে।
ভ্যানেতিয়ান:
চীনের ম্যাকাওতে ৫ লাখ ৩০ হাজার ফুট ক্যাসিনো ফ্লোর নিয়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম ক্যাসিনো ভ্যানেতিয়ান। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে তৈরি ভেনেতিয়ানে প্রতিদিন ওড়ে হাজার কোটি ডলার-ইউয়ান।
সিজার্স প্যালেস:
এটিও যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অবস্থিত। সিজার্স প্যালেস নাম হলেও রোমান সম্রাট জুলিয়াস সিজারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বিলাসবহুল কমপ্লেক্সটি ১ লাখ ৫০ হাজার বর্গফুটের ক্যাসিনো ফ্লোরের জন্য বিখ্যাত।
ক্যাসিনো ডি মন্টিকার্লো:
মোনাকোর মন্টিকার্লোয় অবস্থিত ক্যাসিনো ডি মন্টিকার্লো। মধ্যযুগীয় ইউরোপীয় স্থাপত্য রীতি এবং চোখ ধাঁধানো সজ্জার ক্যাসিনো ডি মন্টিকার্লো জুয়ার জগতের এক বিস্ময়কর নাম।
সান সিটি রিসোর্ট:
দক্ষিণ আফ্রিকার রুসতেনবার্গে সান সিটি রিসোর্ট অবস্থিত। আড়ম্বর আর আতিশয্যে বিশ্বের শীর্ষ দশ ক্যাসিনোর তালিকায় স্থান করে নিয়েছে দক্ষিণ আফ্রিকার রুসতেনবার্গের সান সিটি রিসোর্ট।
এম্পায়ার:
যুক্তরাষ্ট্রের লন্ডনে অবস্থিত এম্পায়ার। প্রাচীন এম্পায়ার বলরুমটি ২০০৭ সালে নতুন করে নতুন রূপে ফিরে আসে। বর্তমানে এটি লন্ডনের অন্যতম শ্রেষ্ঠ ক্যাসিনো।
ক্যাসিনো ব্যাডেন ব্যাডেন:
জার্মানি বাডেনে অবস্থিত ক্যাসিনো ব্যাডেন ব্যাডেন। ১৮২৪ সালে ধ্রুপদি ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি বিশাল ভবনটি প্রাসাদোপম। নাৎসি হিটলারের দেশের ব্ল্যাক ফরেস্ট অঞ্চলের এই ক্যাসিনোতে রয়েছে অভিজাত সব পোকার কক্ষ, ব্ল্যাকজ্যাক ও জুয়ার টেবিল।
উইন স্টার ক্যাসিনো:
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অবস্থিত অত্যাধুনিক স্থাপত্যের পৃথিবীর গোলকের ওপর ইংরেজি লেখা ‘উইন স্টার ওয়ার্ল্ড ক্যাসিনো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্যাসিনোটির রয়েছে ৫ লক্ষাধিক বর্গফুটের জুয়ার আসর, যা প্যারিস, বেজিং, রোম, মাদ্রিদ, লন্ডন, ভিয়েনা, কায়রো ও নিউইয়র্ক শহর উপজীব্য করে আটটি ভিন্ন ভিন্ন থিমের প্লাজায় বিভক্ত।
ফক্সউডস রিসোর্ট ক্যাসিনো:
যুক্তরাষ্ট্রের কানেক্টিকাটায় ফক্সউডস রিসোর্ট ক্যাসিনো। এই ক্যাসিনোটি বিশ্বজোড়া সমাদৃত। হলিউডের বহু সেলিব্রেটি অভিনেতা তাদের বন্ধু-বান্ধবের সঙ্গে সেখানে যান।
হিপোড্রোম ক্যাসিনো:
লন্ডনের হিপোড্রোম ক্যাসিনো বিশ্ববিখ্যাত। ব্রিটেনের রাজধানী লন্ডনের ওয়েস্ট মিনস্টার শহরের কাছেই ক্রানবার্ন স্ট্রিটে এর অবস্থান। মূলত ১৯০০ সালে নির্মিত।