বিয়ের নামে পাকিস্তানি নারীদের পাচার করে পাঠানো হচ্ছে চীনা যৌনপল্লীতে। বিষয়টি নিয়ে রীতিমতো চিন্তিত পাকিস্তানের বিভিন্ন মানবাধিকার সংস্থা।
পাকিস্তান থেকে নারী পাচারের এমন একাধিক চক্রের সন্ধান পেয়েছে ইসলামাবাদ কর্তৃপক্ষ। গত মে মাসে ১২ জন সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির শীর্ষ এক কর্তা জামিল আহমেদ বলেন, ‘পাকিস্তানি নারীদের চীনে পাচার করে তাদের দিয়ে যৌনকর্মে করানোর খবর আমাদের কানে আসার পরেই এই গ্যাংয়ের ওপর নজর রাখছিলাম আমরা।’
তিনি বলেন, বেশ কয়েকটি গ্যাং এই কাজ করে। প্রধানত পাকিস্তানি খ্রিস্টান সংখ্যালঘুই এদের লক্ষ্য।
আহমেদ বলেন, ‘আটককৃত ওই গ্যাংয়ের সদস্যরা স্বীকার করেছে যে তারা কমপক্ষে ৩৬ জন পাকিস্তানি মেয়েকে চীনে পাঠিয়েছেন তারা, চীনে তাদের যৌনকর্মের জন্যই ব্যবহার করা হয়।’
সূত্র: এনডিটিভি ও ডন।