প্রতিবেশী দেশ ভারতের সামনে আসছে ভয়ংকর বিপদ। পানি শূন্যতার মুখোমুখি হতে হবে দেশটির কয়েক কোটি মানুষকে। শুরু হতে পারে হাহাকার। দেশটির ৭০ শতাংশের বেশি ভূগর্ভস্থ এলাকা শুকিয়ে গেছে।
ম্যাগসেসে পুরস্কার জয়ী পরিবেশবিদ রাজেন্দ্র সিং সম্প্রতি এমন আশঙ্কার কথা জানিয়েছেন।
‘ভারতের ওয়ারটারম্যান’খ্যাত এ পরিবেশবিদ বলেন, ইতিমধ্যেই মধ্য এশিয়া এবং আফ্রিকার দেশগুলো ইউরোপ থেকে পানি নিয়ে আসতে শুরু করেছে। এসব অঞ্চলের মানুষেরা ইতিমধ্যে ‘পানি শরণার্থী’তে পরিণত হয়েছেন। ভারতেও একই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন রাজেন্দ্র
সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউট (এসআইডব্লিউআই) আয়োজিত বিশ্ব পানি সপ্তাহ শেষ হয়েছে।
পানি সপ্তাহ অনুষ্ঠানে সেখানে রাজেন্দ্র বলেন, ভারতে ‘পানি শরণার্থী’ ইতিমধ্যে গ্রাম থেকে শহরে পাড়ি জমানো শুরু হয়েছে।
তার মতে, ভারতের প্রায় ৭২ শতাংশ এলাকায় ভূগর্ভস্থ জলস্তর কমে গেছে। এ বছর ১৭টি রাজ্যের ৩৬৫টি জেলায় খরা হয়েছে। মাত্র ১৯০টি জেলায় বন্যা হয়েছে এবারের বর্ষায়।
২০২০ সালের মধ্যে দেশের ২১টি শহরে জলস্তর একেবারে নিচে নেমে যাবে। এর মানে প্রায় জলশূন্য অবস্থায় পৌঁছে যাবে এ শহরগুলো।