বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক ফাইভ জি।
বুধবার (২৫ জুলাই) সকালে এই ৫জি নেটওয়ার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টা ৫৮ মিনিটে নির্দিষ্ট বাটন প্রেস করে আনুষ্ঠানিকভাবে ৫ জি`র পরীক্ষামূলক সংযোগ চালু করেন সজীব ওয়াজেদ জয়।
তবে ফাইভ জি সেবা এখনই ভোক্তা পর্যায়ে ব্যবহার করা যাবে না। আজকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ফাইভ জির পরীক্ষামূলক সংযোগ চালু হলো। এই সংযোগ শুধু ফাইভ জি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানগুলো ব্যবহার করতে পারবে।
ফাইভ জি’র পরীক্ষা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিটিআরসির সচিব শ্যাম সুন্দর শিকদার, রবির এমডি ও সিইও মাহতাব উদ্দিন, হুয়াওয়ে বাংলাদেশের সিইও ঝ্যাং জেনজুন।