কোনো সাইডবাটন নেই। পুরো ফোনটাই স্ক্রিন! অ্যান্ড্রয়েডের ইতিহাসে এই প্রথম এমন চমকপ্রদ ফোনের সঙ্গে বিশ্বকে পরিচয় করাল শাওমি। মঙ্গলবার থেকে ফোনটি চীনে পাওয়া যাচ্ছে।
কোম্পানির প্রধান লেই জুন জানিয়েছেন, মি ৯ প্রো তথা মিক্স আলফা মডেলটিতে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ৫জি রাখা হয়েছে।
ব্লুমবার্গ জানিয়েছে, এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রোসেসর ব্যবহার করা হয়েছে। ১২ জিবি র্যামের ফোনটির দাম চীনে ৫২০ ডলার ধরা হয়েছে।
তিন ক্যামেরার প্রধান সেনসরে ৪৮ মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। আল্ট্রাওয়াইডে ১৬ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রাখা হয়েছে।