আগামী দুই মাসের মধ্যে দেশের প্রতিটি আদালতকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের রুল জারি করেছে হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় দেশের অভ্যন্তরীণ আদালতের সব এজলাসকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে আইন মন্ত্রণালয় ইতোমধ্যেই নোটিশ জারি করেছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, জেলা ও দায়রা জজ সমপর্যায়ের বিচারক, মহানগর দায়রা জজ, বিভাগীয় স্পেশাল জজ, স্পেশাল জজ, বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিচারক দ্রুত বিচার ট্রাইব্যুনাল, সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল, চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলাজজ সম পর্যায়ের বিচারক, যুগ্ম জেলা জজ সমপর্যায়ের বিচারক সিনিয়র সহকারী জজ সমপর্যায়ের বিচারক ও সহকারী জজ সমপর্যায়ের বিচারকসহ সংশ্লিষ্টদের এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অধস্তন আদালতের সকল এজলাস/কোর্টরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান এর প্রতিকৃতি টাঙ্গানো ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, এর আগে গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানো, প্রদর্শন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরই আলোকে এই জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়।