জাতিসংঘের বিজ্ঞানীদের একটি প্যানেল জানিয়েছে, মানুষের নানা কর্মকাণ্ডের কারণে অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে আরো দ্রুত হারে সাগর-পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং বরফ গলছে।
বুধবার জাতিসংঘ এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, পানির স্তর বৃদ্ধির জেরে এ শতাব্দীর শেষে ১৪০ কোটি মানুষ প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে।
গত এক বছরের মধ্যে জলবায়ু পরিবর্তন নিয়ে এটি জাতিসংঘের তৃতীয় রিপোর্ট। এর আগে বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেছেন, এই শতকের শেষভাগে গিয়ে যদি বিশ্বের তাপমাত্রা ১.৫ শতাংশ বেড়ে যায়, তার পরিণতি কী হতে পারে। আর সর্বশেষ এই রিপোর্টে দেখা হয়েছে, সমুদ্র এবং বরফে আচ্ছাদিত অঞ্চলের ওপর তাপমাত্রা বাড়ার প্রভাব কী হতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, বরফের আচ্ছাদন বিলীন হওয়ার কারণে কার্বন নিঃসরনের মাত্রা বেড়ে যাচ্ছে। যার ফলে, পরিস্থিতি দিন দিন বিপজ্জনক হয়ে পড়ছে। সাগর-পৃষ্ঠের তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে দ্রুতহারে, এবং এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের প্রাণীজগতের ওপর। জীব-জন্তুর বিভিন্ন প্রজাতি তাদের আবাসস্থল বদলাচ্ছে।