তরুণদের কর্মমুখী শিক্ষায় অবদানের জন্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের সম্মানসূচক পদক 'চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়্যুথ অ্যাওয়ার্ড' পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বৃহস্পতিবার 'শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা শীর্ষক' অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনা বলেন, শিশু ও নারীদের জন্য নিরাপদ দেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁর সরকার।
বৃহস্পতিবার নিউইয়র্কে ইউনিসেফ-এর কার্যালয়ে 'শেখ হাসিনার সঙ্গে এক সন্ধ্যা' শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের সরকার প্রধান।
হাসিখুশি প্রধানমন্ত্রী পুরস্কার পেয়ে আরও প্রাণবন্ত হলেন। তিনি বলেন, তরুণদের কর্মসংস্থান ও নিরাপদ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাঁর সরকার। প্রধানমন্ত্রী এই ইয়্যুথ অ্যাওয়ার্ড বিশ্বের সব শিশু ও তরুণদের উৎসর্গ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে পুরস্কার আমরা পেলাম এটা আমার দেশের ছেলে-মেয়েদের জন্য, দেশের মানুষের জন্য এবং বিশ্বের সমস্ত শিশুদের জন্য উৎসর্গ করছি। কারণ, এই সম্মানটা আমার একার না, সম্মানটা বাংলাদেশেল জনগণের, কারণ তারা আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে।
ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মেধাদীপ্ত তারুণ্যের প্রতীক বিশ্বের শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেটপ্রিয় প্রধানমন্ত্রী খেলার কথা শুনতে চান সাকিবের কাছে।
সাকিব আল হাসান বলেন, সবাইকে এক সময়ের মধ্য দিয়ে যেতে হয়। আমরা ওই পজিশনে আছি। খুব শীঘ্রই আমরা আগের মতোই ভালো করবো।
অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি সরকারের কয়েকজন নীতি নির্ধারক, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী, ইউনিসেফ প্রধান ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের উন্নয়ন ও সাফল্য সর্বত্রই প্রশংসিত হচ্ছে জাতিসংঘে। এবার সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কার অর্জন করলেন। দুটি পুরস্কারই তিনি উৎসর্গ করেন বিশ্বের সব শিশু, তরুণসহ বাংলাদেশের জনগণকে।