অভিনেত্রী মার্গট রবি যখন একা হয়ে পড়েন তার মাথায় যতসব উদ্ভট ভাবনাচিন্তা আসে আর এসব ভাবনা তার মাথা খারাপ করার যোগাড় করে দেয়। বন্ধুত্বের গুরুত্ব নিয়ে একটি সাময়িকীকে বলতে গিয়ে রবি বলেন, “আমি নিজে থেকে একা কিছু করি না, বন্ধুদের সঙ্গে কিছু না করা গেলে আমি সেই কাজের মাঝে কোনও প্রয়োজনীয়তা খুঁজে পাই না।আমি যখন একা থাকি আমার মাথা খারাপ হয়ে যায়। আমার ভাবনাগুলো এতোটাই আমাকে আচ্ছন্ন করে ফেলে যে আমি উন্মাদের মত হয়ে যাই। দীর্ঘ আলাপচারিতার সময় ‘আই, টনিয়া’ তারকাটি #মিটু আন্দোলন সম্পর্কেও কথা বলেন। তিনি জানান চলচ্চিত্র জগতে যৌন লাঞ্ছনার মত সমস্যার অস্তিত্ব সম্পর্কে তিনি অবহিত ছিলেন। তবে তিনি জানতেন না বিষয়টি নিয়ে নারীদের ক্রুদ্ধ হবার মত অনুমতি আছে। “কারণ এই বিষয়টি নিয়ে কেউ কথা বলেনি, কেউ বলেনি ‘আমি আর এসব মেনে নিতে পারছি না’ তাই কেউ একে সমস্যা মনে করেনি। এটা ছিল জীবনের বাস্তবতা যদি যৌন লাঞ্ছনাকে আমরা বাস্তবতা বলে মনে করি তাহলে এই সমস্যার সমাধানও হবে না।”