স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এলো অত্যাধুনিক কিউএলইডি এইটকে মডেলের টিভি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশের বাজারে নতুন এ টিভির বিপনন কার্যক্রম উদ্বোধন করেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, হেড অব মার্কেটিং খন্দকার আশিক ইকবালসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বড় স্ক্রিনে স্বচ্ছ ছবি দেখার ক্ষেত্রে এই টিভি নতুন অভিজ্ঞতা দেবে। থ্রি ডাইমেনশনাল ডেপথ থাকায় দর্শকরা থ্রিডি গ্লাস ছাড়াই দৃশ্য কাছাকাছি দেখতে পারবেন।