বিপিএলে এবারের আসরে থাকছেনা কোন ফ্রাঞ্চাইজি। এবারের বিপিএলের নামেও আসছে পরিবর্তন। শুধু বিপিএল থেকে হয়ে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল।
এবারের আসরের সূচি প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। বিসিবির নিজস্ব তত্ত্বাবধায়নে হবে এবার বিপিএলের আসর। আর এই আসরের শুরু থেকেই থাকছে সব প্রযুক্তি।
এবারের আসরে থাকবে ৩০-৩৬টি ক্যামেরা। থাকবে অত্যাধুনিক সব প্রযুক্তি যাদের মধ্যে আছে….
* আল্ট্রা এজের সঙ্গে ডিআরএস- থাকছে সকল ম্যাচের জন্য।
* বল ট্র্যাকিং এর সঙ্গে ডিআরএস- থাকবে সকল ম্যাচের জন্য।
* আল্ট্রা মোশন ক্যামেরা- ২ টি ফোরকে রেসুলেশনের।
* সুপার স্লো মোশন ক্যামেরা- ২ টি ফোরকে রেসুলেশনের।
* আম্পায়ার ক্যামেরা- ২ টি হেড ক্যামেরা।
* রোবটিক ক্যামেরা- ২ টি প্লেয়ারদের ডাগআউটের জন্য।
* রেডিও ফ্রিকুয়েন্সি ক্যামেরা (আরএফ)- ১ টি।
* স্পাইডার ক্যামেরা- ১ টি।
* স্টাম্প ক্যামেরা- দুই দিকে (ব্যাটসম্যান ও উইকেটরক্ষক)।
* জিং/ এলইডি স্টাম্প ও বেল- সকল ম্যাচের জন্য।
* এছাড়া থাকবে জিব ক্যামেরা, ড্রোন ক্যামেরা, বিশ্বমানের টেলিভিশন লাইভ গ্রাফিক্স ও নামীদামী ক্রিকেট ধারাভাষ্যকার।