কজনকে বলা যায় বাংলাদেশ ক্রিকেটের প্রথম পোস্টার বয়। আরেকজনকে বলা যায় একটি হারিয়ে যাওয়া নক্ষত্র। একময়েরর বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও একসময়ের বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার নাসির হোসেন জাতীয় দলের রাডারের বাইরে আছেন অনেকদিন ধরেই। তবে বর্তমানে তাদের অবস্থা এতই করুন যে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য যে ফিটনেসটুকু দরকার সেটুকুও তাদের নেই।
গতকাল ( ১ অক্টোবর) আগামী এনসিএলে অংশ নেয়ার জন্য খেলোয়াড়দের করা ফিটনেস টেস্টে (বিপ টেস্ট) পাশ করতে পারেননি মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন বিপ টেস্টে উতরানোর জন্য মানদন্ড ধরা হয়েছিল ১১ কিন্তু আশরাফুল পেয়েছেন ৯.৬ আর নাসির পেয়েছেন ৯.৭। তাদের সাথে বিপ টেস্টে পাশ করতে পারেননি অভিজ্ঞ তুষার ইমরান, আব্দুর রাজ্জাক। ইলিয়াস সানিরাও।
তবে ১১.১ নিয়ে বিপ টেস্টে পাস করেছেন পেসার আবু হায়দার রনি। অপরদিকে জাহিদুজ্জামান ১২.৯ এবং সৈকত আলী পেয়েছেন ১১.৪ পয়েন্ট। পাশ করার তালিকায় আছেন মার্শাল আইয়ুব, জুবায়ের হোসেন লিখন, শামসুর রহমান ও শুভাগত হোমরা।
সূত্র: বিডি২৪লাইভ