সাম্প্রদায়িক রাজনীতির আঁচে পুড়ছে ভারত। তবে তার মাঝেও কেউ কেউ আছেন যারা পরস্পরের প্রতি বাড়িয়ে দিয়েছেন সামাজিক ও ধর্মীয় সহযোগিতার হাত। মতিবর রহমান এদেরই একজন। মুসলমান হয়ে এখনও তার বাড়ির পাশের শিব মন্দির দেখাশোনা করেন তিনি। ৭৩ বছর বয়সি মতিবর দিন শুরু করেন মন্দিরটি পরিচ্ছন্ন করার কাজ দিয়ে। মতিবর এ দায়িত্ব পেয়েছেন তার পূর্বপুরুষের কাছ থেকে।
জানা যায়, কয়েক শ বছর ধরে গোসাঁইর থান নামে এ মন্দিরটির দেখভালের দায়িত্ব পালন করছেন মতিবরের পূর্বপুরুষরা। আর এ ঐতিহ্য ধরে রেখেছেন তিনি নিজেও। তাই মন্দিরের সকালের পবিত্রকর্ম থেকে শুরু করে সান্ধ্যকালীর বাতি প্রজ্জলন পর্যন্ত বেশ কিছু দায়িত্ব তিনি পালন করেন যত্নের সাথে।
এ বিষয়ে মতিবর বলেন, কয়েক পুরুষ ধরেই আমরা এ মন্দিরটি দেখাশোনা করছি।
তিনি জানান, প্রায় পাঁচ শ বছর আগে বোরহনসা নামে তার একজন পূর্বপুরুষ ছিলেন। তিনি শিব দেবতার আজ্ঞা প্রাপ্ত হন এই মর্মে যে, এ মন্দিরটি তাকে দেখাশোনা করতে হবে। আর তারপর থেকে তার পূর্বপুরুষেরা পর্যাক্রমে এ দায়িত্ব পালন করে আসছেন।