পাকিস্তানে দিনভর ঘটনাবহুল ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় গণনা শুরু হয়। তবে গণনা শুরুর এক ঘণ্টা শেষ হওয়ার আগে কোন ধরনের ফলাফল প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা কারাগারে আটক নওয়াজ শরিফের মুসলিম লীগ (পিএমএল-এন) ও ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের মধ্যে। জরিপে দেখা গেছে, পিটিআই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, তবে পিএমএল-এন এর সঙ্গে জোর লড়াই হবে।
পার্লামেন্টের জাতীয় পরিষদের ২৭২টি আসনে এবং প্রাদেশিক পরিষদের ৫৭৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ হাজার প্রার্থী।