সাহিত্যনির্ভর চরিত্রগুলোতে অভিনয় করে বরাবরই নিজের জাত চিনিয়েছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তারিন। এই ধারার কাজে চরিত্রের ভাঁজে ভাঁজে মিশে যেতে পারার অদ্ভুত এক ক্ষমতা তার রয়েছে। ফের রবীন্দ্র গল্পের নায়িকা হয়েছেন তারিন। কবিগুরুর ছোটগল্প ‘ল্যাবরেটরি’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন মাসুম রেজা। পরিচালনা করেছেন হাসান রেজাউল। গাজীপুরের খতিব খামার বাড়িতে সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে তারিন অভিনয় করেছেন সোহিনী চরিত্রে। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথের লেখা কালজয়ী অনেক চরিত্রে এর আগে কাজ করেছি। তবে সোহিনী চরিত্রে এবারই প্রথম আমার কাজ করা। এই নাটকে আমি পাঞ্জাবী একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আমাদের অনেক প্রতিকূলতা আছে, সময় স্বল্পতা আছে, বাজেট স্বল্পতা আছে। কিন্তু এতোসব প্রতিকূলতা থাকার পরও যখন একটি ইউনিটের সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি করেন, তখন আশা করতেই পারি যে, কাজটি ভালো হওয়া উচিত বা ভালো হবে।’ এদিকে আজ তারিনের জন্মদিন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “জন্মদিনে আমার নিজের জন্য কিছুই চাওয়ার নেই। শুধু মহান আল্লাহর কাছে এটাই চাইবো যে, তিনি যেন আমার বাবা-মাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং দীর্ঘায়ু করেন। এ দু’জন মানুষকে যেন আল্লাহ আমার পাশে রাখেন। কারণ এ দু’জন মানুষ ছাড়া আমি শূন্য।” উল্লেখ্য, তারিনের সঙ্গে জুনিয়র শিল্পীরা কাজ করতে সবসময়ই ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করেন। কারণ তার সঙ্গে অভিনয় করে জুনিয়র শিল্পীরা অভিনয় সম্পর্কে অনেক কিছুই জানতে পারেন, শিখতে পারেন। তারিন এদেশের নাট্যাঙ্গনের অন্যতম একজন গুণী শিল্পী। অনেকেই তাকে অভিনয়ের পাঠশালাও বলে থাকেন।