ডার্ক অ্যানার্জি ও ডার্ক ম্যাটার সম্পূর্ণ ভিন্ন বিষয়। মিল হল নামে। এদের সম্পর্কে আমরা তেমন কিছু জানি না বলে ডার্ক নাম দেওয়া হয়েছে।
ডার্ক ম্যাটার গ্রাভিটির মত আকর্ষিক এবং ডার্ক অ্যানার্জি এন্টি গ্রাভিটি শক্তি এরা বিকর্ষিক।
তবে এর কেউই আলোর সাথে ক্রিয়া করে না বলে এদের সম্পর্কে গবেষণা করা মুশকিল।
বর্তমান মহাবিশ্বের শক্তি ভরের ৬৮% ডার্ক অ্যানার্জি ২৭% ডার্ক ম্যাটারও ৫% অন্যান্য ম্যাটার। তাহলে মহাবিশ্বের প্রায় সবটাই অজানা।