দেশজুড়ে ফাইভজি কাভারেজ : বিশ্বের প্রথম দেশ বাহরাইন।
প্রযুক্তির নতুন যুগের সূচনা করেছে বাহরাইন। বিশ্বের প্রথম দেশ, যেখানে আনাচে-কানাচে পৌঁছে গেছে পঞ্চম প্রজন্মের ইন্টারনেট ফাইভজি।
জানা গেছে, দেশটির ১৫ লাখ জনসংখ্যার সবাই এখন উচ্চগতির পরিষেবাটি উপভোগ করতে পারছেন। বিশেষজ্ঞরা বলছেন, ফাইভজি নেটওয়ার্কের এ বিস্তৃতি মহামারি-পরবর্তী যুগে জায়ান্ট প্রযুক্তি সংস্থাগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করবে।
বিগত ১০ বছরে দেশটির টেলিকম সেক্টর ২০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে। এ দেশের আইসিটি খাত এখন দেশটির জিডিপির ৩ শতাংশ সরবরাহ করছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ২০২৩ সালের মধ্যে বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি ফাইভজি সংযোগ থাকবে।
তথ্যসূত্র: যুগান্তর।