ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে ল্যামবক দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কিছু লোক।
রোববার (২৯ জুলাই) স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে দ্বীপের উত্তরাঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের ৭ কিলোমিটার গভীরে।
স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৩ লাখ ১৯ হাজার মানুষের বসবাসের শহর মাতারাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি বেশি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ওই ভূমিকম্পের পর এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়।
ভূমিকম্পের পরই ‘হলুদ’ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ, যার মাধ্যমে ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি জানানো হয়। যদিও কোনো ধরনের সুনামি সতর্কতা দেখায়নি কর্তৃপক্ষ।