৫০ বছর আগে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের যাজক থিওডোর ম্যাকক্যারিক। ৮৮ বছর বয়সী ওই যাজকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন পোপ ফ্রান্সিস।
ওয়াশিংটনের সাবেক এই যাজকের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তাকে প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন পোপ ফ্রান্সিস। গত মাসে যুক্তরাষ্ট্রের চার্চ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, অভিযোগ ভিত্তিহীন নয়।
তবে ম্যাকক্যারিকের দাবি, যে ব্যাপারে অভিযোগ করা হয়েছে, সে ব্যাপারে তার কিছু স্মরণে নেই।
যুক্তরাষ্ট্রে ম্যাকক্যারিকই সবচেয়ে জনপ্রিয় এবং ক্ষমতাধর যাজক, যিনি এ ধরনের অভিযোগে পদত্যাগে বাধ্য হলেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশসহ অন্যদের সঙ্গে বহুবার দেখা গেছে তাকে।
১৯৭০ সালে নিউইয়র্কে যাজক থাকাকালে এক তরুণীকে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে ম্যাকক্যারিকের বিরুদ্ধে। সেই অভিযোগ তদন্ত করছে স্বাধীন একটি ফরেনসিক অ্যাজেন্সি। তদন্তে তারা অভিযোগ বিশ্বাসযোগ্য বলে জানতে পারে। অভিযোগ প্রমাণ হয়েছে।